ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

নওয়াজের ভাই শাহবাজ দলের অস্থায়ী প্রেসিডেন্ট

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এর অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ। আদালতের রায়ে দলীয় পদ হারানোর পর ছোট ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজকেই দেয়া হয় ‘পার্টি প্রেসিডেন্ট’র এই গুরু দায়িত্ব।

আজ মঙ্গলবার লাহোরে পিএমএলএন এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক সভায় শেহবাজকে দলের নতুন প্রধান হিসেবে বেছে নেওয়া হয়। পাশাপাশি নওয়াজ শরীফকে ‘লীডার ফর লাইফ’ উপাধিও দেওয়া হয়।

কার্যকরী কমিটির এই সভায় শেষ বারের মত সভাপতিত্ব করেন নওয়াজ শরীফ। এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী খোকন আব্বাসি, নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ এবং শেহবাজের ছেলে হামজা শেহবাজ উপস্থিত ছিলেন।

জিও নিউজের এক খবরে বলা হয়, অস্থায়ী ভিত্তিতে আপাতত দায়িত্ব পেয়েছেন শেহবাজ। আগামী ৪৫ দিনের মধ্যে স্থায়ীভাবে বাছাই করা হবে দলীয় প্রধানকে। ঐ প্রতিবেদনের বলা হয়, শেষমেষ স্থায়ীভাবেও দলের হাল ধরবেন শেহবাজ শরীফ।

শেহবাজকে দলীয় প্রধান নিযুক্ত করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তা প্রকাশ করেন মরিয়ম নওয়াজ। দুই ভাই নওয়াজ এবং শেহবাজ শরীফের কোলাকুলির এক ছবি দিয়ে তাতে লেখেন, “মহান আল্লাহর রহমতে আমরা এক। আমরা এক হয়েই দাঁড়িয়ে আছি। পিএমএলএন ঐক্য নিয়েই দাঁড়িয়ে আছে”।

প্রসঙ্গত, গত বছর পানামা পেপারস কেলেংকারি মামলায় আদালতের রায়ে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর গত সপ্তাহে দলীয় প্রধান হিসেবে নওয়াজের দায়িত্ব পালনকেও অবৈধ ঘোষণা করে রায় দেয় আদালত। আর এতেই শূণ্য হওয়া দলীয় প্রধানের পদে নিয়োগ দেওয়া হল শেহবাজ শরীফকে।

সূত্রঃ জিনিউজ।

//এস এইচ এস// এআর