কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় ব্যবসায়ীরা ঝুঁকছেন কবুতর চাষে
প্রকাশিত : ০৯:০৮ এএম, ১০ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৯:০৮ এএম, ১০ মে ২০১৬ মঙ্গলবার
এক সময় ভৈরবে বাড়ির আঙ্গিনায় উড়তো, বসতো সখের কবুতর। সেই সখ থেকেই এসেছে বাণিজ্যিক ধারণা। এখন স্থানীয় খামারেই হচ্ছে কবুতর পালন। দেশী জাতের কবুতরের পাশাপাশি এসব খামারে মিলছে বিদেশী জাতের বাহারী কবুতর। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় ব্যবসায়ীরা ঝুঁকছেন কবুতর চাষে।
খাঁচার ভেতর খুনসুটিতে মেতেছে পায়রা জোড়া। কোনটির আবার ডানা ঝাপটে ছোট্ট খাঁচায় ওড়ার চেষ্টা। কিং, স্ট্রেচার, ফেন্সি, সিলভার, মন্টি, পেটানসহ বিভিন্ন জাতের দেশি-বিদেশি কবুতর শোভা পাচ্ছে খামারগুলোতে।
শখের বসে শুরু করলেও এখন পেশা হিসেবে অনেকেই করছেন কবুতর পালন। বাড়ির ছাদ কিংবা আঙ্গিনায় গড়ে তুলছেন খামার। এমনি ছোট-বড় প্রায় দেড়শতাধিক কবুতরের খামার ভৈরবে। এসব খামার ঘিরে সপ্তাহের একদিন বসে হাট। দুরদুরান্ত থেকে খামাড়িরা কিনে নেন কবুতর। বেশি লাভ হওয়ায় বাণিজ্যিকভাবে এখন ভৈরবে শুরু হয়েছে কবুতর পালন।
এভাবে কবুতর পালন কর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী করছে স্থানীয় যুবকদের।
বাণিজ্যিকভাবে কবুতর পালন বেকারত্ব দূর করার পাশাপাশি জাতীয় আয়েও ভূমিকা রাখতে পারে বলে মত সংশ্লিষ্টদের।