রাজধানীকে বাঁচাতে শিল্প কারখানা সরানো হবে: শিল্পমন্ত্রী
প্রকাশিত : ০৯:২৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, রাজধানী ঢাকাকে বাঁচাতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। তার মধ্যে শিল্প কারখানাকে রাজধানীর বাইরে স্থানান্তরের পরিকল্পনা অন্যতম।
মঙ্গলবার জাতীয় সংসদে সাংসদ সুবিদ আলী ভঁইয়ার (কুমিল্লা-১) লিখিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ``মুন্সিগঞ্জের সিরাজদীখানে প্লাস্টিক শিল্পনগরী ও মুদ্রণ শিল্পনগরী, টঙ্গীবাড়িতে বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী এবং কেরানীগঞ্জের সোনাগান্ধায় কেমিক্যাল পল্লী করা হচ্ছে।``
তিনি আরও বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যেই ঢাকার হাজারীবাগের ট্যানারি শিল্প কারখানাগুলোকে সাভারে উন্নত ও পরিবেশবান্ধব স্থানে স্থানান্তর করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে এবং পরিবেশবান্ধবহীন স্থানে গড়ে ওঠা প্লাস্টিক এবং মুদ্রণ শিল্পকে পরিকল্পিতভাবে একটি পরিবেশবান্ধব স্থানে স্থানান্তরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আওতায় সিরাজদীখানে প্লাস্টিক শিল্প নগরী ও মুদ্রণ শিল্প নগরী বাস্তবায়নাধীন রয়েছে।
এ ছাড়া পুরান ঢাকার ঘনবসতীপূর্ণ এলাকা হতে কেমিক্যাল মজুদাগার/কারখানা দ্রুত সরাতে বিসিকের আওতায় কেরানীগঞ্জের সোনাগান্ধায় কেমিক্যাল পল্লী স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অপরদিকে, ইলেকট্রিক্যাল গুডস ম্যানুফেকচারিং এ- লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পসমূহ স্থানান্তরের জন্য মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানান তিনি।
কেআই/টিকে