নিরাপদ ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করবে রবি ও ব্রিটিশ কাউন্সিল
প্রকাশিত : ০৯:২৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৩৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
স্মার্ট ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করবে রবি এবং ব্রিটিশ কাউন্সিল। বিশেষ করে নারী ও শিশু ব্যবহারকারীরা যেন ইন্টারনেট ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করেন সে বিষয়ে কাজ করবে প্রতিষ্ঠান দুইটি।
এ লক্ষ্যে এক সাথে কাজ করার জন্য মোবাইল সংযোগ অপারেটর রবি এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে প্রতিষ্ঠানটির চিফ কর্পোরেট অ্যান্ড পিপলস অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপ পরিচালক অ্যান্ড্রু নিউটন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি পত্রে সই করেন।
রবি’র কর্পোরেট দায়বদ্ধতার প্রকল্প‘ইন্টাররেট ফর ইউ’ এর অংশ হিসাবে এ চুক্তি পরিচালিত হবে।
চুক্তির আওতায় ঢাকায় অবস্থিত ব্রিটিশ কাউন্সিলে ২০১৮ সাল জুড়ে নারীদের জন্য ‘সার্ফ স্মার্ট, স্টে সেফ’ নামে একটি ধারাবাহিক সেশনের আয়োজন করা হবে।
সচেতনতা বৃদ্ধির এই সেশনে ইন্টারনেটের যথাযথ ব্যবহার (ইতিবাচক ও নেতিবাচক প্রভাব), ইন্টারনেটের ক্ষমতা, নারী ও মেয়েদের সাইবার আক্রমণ মোকাবেলা, ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা এবং স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষিতে সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া হবে বলে জানায় প্রতিষ্ঠান দুইটি।
এর পাশাপাশি ‘প্লে ইন্টারনেট স্মার্ট’ সেশনে শিশু ও অভিভাবকদের রবি সেফ ইন্টারনেট সম্পর্কেও ধারণা দেয়া হবে।
রবি ও ব্রিটিশ কাউন্সিল এক বিবৃতিতে জানায়, সেশনগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন তা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’র (এসডিজি) গোল-৫: জেন্ডার ইকুইটি এবং গোল-১৭: পার্টনারশিপ ফর এচিভিং এসডিজি অর্জনে সহায়ক হয়।
সচেতনাতামূলক এই আয়োজনে বিভিন্ন স্টেকহোল্ডারদের আমন্ত্রণ জানানো হবে যেন তারা তাদের জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি সম্পর্কে জানাতে পারেন যা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান কমাতে সহায়ক হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেসপনসিবিলিটি’র (সিআর’র) ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির, সিআর’র জেনারেল ম্যানেজার মো. তৌফিকুজ্জামান চৌধুরী, নাদিয়া খন্দকার এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ’র হেড অফ কালচারাল সেন্ট্রাল সারওয়াত মাসুদা রেজা, লাইব্রেরি অ্যান্ড কালচারাল সেন্টার ইয়াং লার্নার প্রোগ্রাম কোঅর্ডিনেটর তাহনি ইয়াসমিন উপস্থিত ছিলেন।
//এস এইচ এস//