ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৪ ১৪৩১

‘নিজের শক্তিতেই বাংলা ভাষা সব প্রতিকূলতা পেরিয়ে যাবে’

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:১৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, বাংলা ভাষা আজ শুধু একটি নির্দিষ্ট ভূখন্ডে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক পরিসরে  দিন দিন এর ব্যাপ্তি বাড়ছে। সারা পৃথিবীতে এই ভাষা ছড়িয়ে পড়ছে। জাতিগত ভাবে এটি আমাদের জন্য গৌরবের। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিকতার পথে বাংলা ভাষা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতিসংঘ সমিতি।

অধ্যাপক আনিসুজ্জামান তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আজ সারা বিশ্বে বাংলা ভাষা ধীরে ধীরে সগৌরবে নিজের আসন করে নিলেও আমাদের নিজ দেশে বাংলাকে নানাভাবে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। আজ বিদেশে বিভিন্ন জায়গায় গড়ে উঠছে ছোট ছোট বাঙালি পল্লী। বাংলাভাষা নিয়ে বিভিন্ন দেশে কাজ হচ্ছে। এখন বাংলা ভাষায় সেখানে পত্রিকাও বের হচ্ছে।

তিনি বলেন, এ প্রজন্মের অনেকেই এখন ‘অসাধারন’ না বলে বলেন ‘অ’সাম’। ‘খুব সুন্দর’ না বলে বলেন ‘জোশ’, ‘খুব ভালো’ না বলে বলেন ‘হেব্বি’। বাংলা ভাষা এত রক্ষণশীল নয় যে, তাতে বিদেশী শব্দ ব্যবহার করা যাবে না। কিন্তু যে শব্দ বাংলায় আছে সেটাকে উপেক্ষা করে তার পরিবর্তে ইংরেজী শব্দ ব্যবহার করলে সেটা নিয়ে আপত্তি উঠাই স্বাভাবিক।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলা ভাষা বর্তমানে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এ থেকে বের হওয়ার উপায় হচ্ছে বাংলা ভাষার চর্চা বাড়ানো। এ জন্য বিশ্বায়নের যুগে চাই বাংলা ভাষার বিশ্বায়ন।

আন্তর্জাতিকতার পাশাপাশি অনলাইন জগতেও বাংলা ভাষার আধিপত্য বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ইন্টারনেট জগতে অভ্র সফটওয়্যার ব্যবহার করে বাংলা লেখা সম্ভব হচ্ছে। বাংলা ভাষায় চালু হয়েছে উইকিপিডিয়া।

অধ্যাপক আনিসুজ্জামান এসময় আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যদি সচেতনভাবে বাংলা ভাষার সঙ্গে থাকি, ভাষা পরিকল্পনা ও ভাষা নীতি প্রণয়ন করি, তবে নিজের শক্তিতেই বাংলাভাষা সব প্রতিকূলতা পেরিয়ে যাবে।

আআ/এসি