ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

রবি শপে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস ফাইভ টি লাভা হ্যান্ডসেট

প্রকাশিত : ১১:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

বহুল প্রত্যাশিত ওয়ানপ্লাস ফাইভ টি লাভা রেড স্মার্টফোনটি এখন রবি’র ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটির ই-শপ ‘শপডট রবি ডটকম ডটবিডি’তে পাওয়া যাচ্ছে মুঠোফোনটি।

৬১ হাজার ৯৯০ টাকা মূল্যের মুঠোফোনটিতে থাকছে ৬ ইঞ্চি ফুল অপটিক এএমওএলইডি পর্দা। অ্যান্ড্রোয়েড ৭.১.১ (নোগাট) অপারেটিং সিস্টেমটি হালনাগাদ করা যাবে অ্যান্ড্রোয়েড ৮.০ (ওরিও) পর্যন্ত। ১৬ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেল বিশিষ্ট দুইটি ব্যাক ক্যামেরা আছে মুঠোফোনটি। আর চমৎকার সব সেলফি তুলতে এতে আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

১২৮ জিবি রম বিশিষ্ট মুঠোফোনটিতে দ্রুত গতি দিতে সংযোজন করা হয়েছে ৮ জিবি র‌্যাম। আর একনাগাড়ে দীর্ঘক্ষণ এটিকে সচল রাখতে  ব্যবহার করা হয়েছে ৩৩০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।

ফোর-জি নেটওয়ার্ক সমর্থিত মুঠোফোনটিতে দুইটি সিম ব্যবহার করা যাবে। আর নিরাপত্তার জন্য এতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধাও।

এছাড়াও প্রতিষ্ঠানটির ই-শপ থেকে মুঠোফোনটি কিনলে গ্রাহকেরা পাবেন অরিজিনাল অ্যাকসেসরিজ এবং বিনামূল্যে হোম ডেলিভারি সেবা।

আর সম্প্রতি চালু হওয়া ফোর-জি নেটয়ার্কের অভিজ্ঞতা নিতে মুঠোফোনটির সাথে বিনামূল্যে দেওয়া হচ্ছে ৪ জিবি ফোর-জি ইন্টারনেট ডেটা প্যাক।

নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকেরা কোন ইন্টারেস্ট ছাড়াই ২৪ মাসের কিস্তিতে মুঠোফোনটি কিনতে পারবেন।