বর্জ্য ব্যবস্থপনা নিয়ে তর্কযুদ্ধে দুই নেতা [ভিডিও]
প্রকাশিত : ১১:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:২১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
বন্দর নগরীর বর্জ্য ব্যবস্থপনা নিয়ে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েছেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রামকে নোংরা শহর হিসাবে আখ্যা দিয়ে মেয়রেরকে দায়ী করেছেন গণপূর্ত মন্ত্রী। আর মেয়র বলছেন, মন্ত্রীর বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত।
গ্রীণ ও ক্লিন সিটি হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সিটি মেয়র নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দীন। এজন্য ডোর টু ডোর বর্জ্য অপসারণসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়।
তবে বাস্তব চিত্র ভিন্ন। নগরীর বিভিন্নস্থানে এভাবে উন্মুক্ত পড়ে থাকতে দেখা যায় ময়লা আবর্জনা। এ নিয়ে ক্ষুব্দ নগরবাসীও।
গেল শুক্রবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে নগরীর পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তবে মন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলছেন, বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হয়েছে।
চট্টগ্রাম নগরীর প্রায় ৬০ লাখ বাসিন্দার জন্য ময়লা ফেলার স্পট মাত্র এক হাজার ৩৫০টি। এছাড়া সংকট রয়েছে আবর্জনা অপসারণকারী যানবাহন এবং যন্ত্রপাতিরও ।