বিদ্যুৎ চুরি বন্ধে ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন: বিদ্যুৎ প্রতিম
প্রকাশিত : ১২:০১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার
বিদ্যুৎ চুরি বন্ধের লক্ষ্যে সকল এনালগ মিটার অপসারণ করে ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শতভাগ গ্রাহকদের মিটারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করায় প্রকৃত বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ের ভিত্তিতেই সিস্টেম লস হিসাব করা হয়। নিয়মিত তদারকির মাধ্যমে সিস্টেম লস ‘সিঙ্গেল ডিজিট’-এ নেমে এসেছে। তিনি বলেন, সরকারের নিরলস প্রচেষ্টায় বিদ্যুতের সিস্টেম লস সহনীয় পর্যায়ে হ্রাস পেয়েছে। প্রি-পেইড মিটার স্থাপন, এপিএ বা কেপিআইসহ চলমান কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এ অপচয় স্বল্প সময়ে দূর করা সম্ভব হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের অপচয়, ঘাটতি ও অবৈধভাবে ব্যবহার রোধকল্পে এবং বিদ্যুতের সঠিক সিস্টেম লস কমিয়ে সহনীয় পর্যায়ে হ্রাস করার লক্ষ্যে এর বাইরেও মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন বিদ্যুৎ লাইন ও উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ চলছে বলেও জানান তিনি।
নসরুল হামিদ বলেন, সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ চুরি ও অবৈধ ব্যবহার বন্ধে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। সূত্র: বাসস
আর