খালেদা জিয়ার বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। তবে পুলিশের বাধায় খালেদার বাড়ি পর্যন্ত যেতে পারেননি তারা। পরে সমাবেশ থেকে বেগম জিয়ার বিচার দাবি করেছে সংগঠনটি। এছাড়া ইতিহাস বিকৃতকারী সব ব্যক্তি ও সংগঠনের সম্পদ বাজেয়াপ্তেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের খালেদা জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচি। তাদের সঙ্গে যোগ দেয় আরো কয়েকটি সংগঠন।
গুলশান দুই নম্বর গোল চত্ত্বর থেকে খালেদা জিয়ার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।
পরে বনানী মাঠের সামনে গিয়ে সমাবেশ করে তারা। বক্তারা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে আইনের আওতায় আনার দাবি জানান।
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধ রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গণ সমাবেশ, গণসাক্ষর গ্রহণের কর্মসূচি ঘোষণা করা হয়।