শ্রীদেবীকে নিয়ে তসলিমার টুইটে ভক্তদের ক্ষোভ
প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার
শ্রীদেবীর মৃত্যু নিয়ে মন্তব্য করায় বিতর্কের মুখে পড়েছেন লেখিকা তসলিমা নাসরিন। নায়িকাকে নিয়ে নিজের টুইটারে করা মন্তব্য ভালোভাবে গ্রহণ করেনি অনেকেই। এ জন্য পাল্টা কথাও শুনতে হয়েছে তাঁকে। আর লেখিকা তাসলিমা নাসরিনের এই টুইটারের মন্তব্যগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য স্টেটসম্যান।
শ্রীদেবীর মৃত্যু সংবাদ প্রকাশের পর সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে একাধিক মন্তব্য করেন তসলিমা নাসরিন। তিনি লেখেন, ‘পানিভর্তি বাথটাবে পাওয়া গেছে শ্রীদেবীর শরীর। আশা করি, এটা হত্যা বা আত্মহত্যা নয়।’
ওই মন্তব্যে একজন লিখেন, ‘বুদ্ধিজীবীদের সমস্যা হচ্ছে, যেখানে কোনো সমস্যা নেই, সেখানেও তাঁরা সমস্যা খুঁজে পান।’
অন্য একজন তসলিমা নাসরিনকে উদ্দেশ করে লেখেন, ‘ম্যাডাম, গোসল করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি (শ্রীদেবী) মারা যেতে পারেন। করুণা লাগে, যখন কোনো অভিনেত্রী মারা যান তখন মাথায় আসে হত্যা বা আত্মহত্যার বিষয়।’
অন্য আরও একজন লিখেছেন, ‘যখন কারো জীবন যুক্তি দিয়ে চলে তখন সাধারণ বিষয় তাঁর কাছে প্যাঁচানো মনে হয়। দয়া করে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেবেন না।’
কোনো মন্তব্যের পাল্টা জবাব না দিয়ে একপর্যায়ে তসলিমা নাসরিন লেখেন, ‘পূর্ণবয়স্ক মানুষ দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে যেতে পারেন না।’
উল্লেখ্য, গত শনিবার দুবাইয়ের একটি হোটেলের বাথরুমে পাওয়া যায় জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর নিথর দেহ। পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে দুবাইয়ে যান শ্রীদেবী। ঘটনার পরই পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শ্রীদেবী। কিন্তু একদিন পর ময়নাতদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, বাথটাবের পানিতে ডুবে মারা গেছেন শ্রীদেবী।
এসএ/