র্যাগিং: শাবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার
প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৬:৫০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ৫ শিক্ষার্থীকে র্যাগিংয়ের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে ও ৯ শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে জরিমানা। পাশাপাশি এ ঘটনায় দুই শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ২০৭তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা সবাই পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীর মধ্যে আশিক আহমেদ ও হামিদুর রহমানকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অন্য তিনজনের মধ্যে মাহমুদুল হাসান ও শাহরিয়াজ জামানকে দুই বছরের জন্য এবং ইশতিয়াককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
এছাড়া সিন্ডিকেট সভায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্ন জালিয়াতির অভিযোগে খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন এবং সহপাঠীকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রাসেল পারভেজকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আর / এআর