ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৪ ১৪৩১

‘১০ হাজার চিকিৎসক গ্রামে পাঠানো হবে’

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৯:১৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

চলতি বছরেরই ১০ হাজার চিকিৎসককে গ্রামে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার বিকেলে ওষুধ প্রশাসন অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সম্প্রতি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (ব্যাব) ওষুধ প্রশাসন অধিদফতরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিকে আইএসও ১৭০২৫ সনদ দিয়েছে। এ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, আগামী দুই মাসের মধ্যে পাঁচ হাজার চিকিৎসককে গ্রামে দায়িত্ব পালন করতে পাঠানো হবে। আর দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে আরো পাঁচ হাজার চিকিৎসককে গ্রামে পাঠানো হবে।

নাসিম বলেন, ওষুধ প্রশাসনের উপর অর্পিত দায়িত্ব পালনে তারা সচেষ্ট এবং দায়িত্বশীল। এ ল্যাবরেটরি যাতে করে ডব্লিউএইচও কর্তৃক প্রিকোয়ালিফাইড ল্যাব স্বীকৃতি অর্জন করতে পারে তার জন্য আরো কাজ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ওষুধ শিল্পের সাথে যারা জড়িত তারা ১৪৫টি দেশে ওষুধ রফতানি করছেন। অন্য দেশের বাজার দখল করছেন। এটা অন্য দেশের ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলো সহ্য করবে না। তাই আপনাদের আরো ভালো ওষুধ তৈরি করে বিদেশের মাটিতে বিদেশিদের পরাজিত করতে হবে।

ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক গোলাম কিবরিয়া বলেন, এই সনদ পেয়ে আমরা গর্বিত। আমরা কাজ করেছি আগামীতে পৃথিবীর শ্রেষ্ট ওষুধ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সরকারি-বেসরকারি হাসপাতালসহ আরো অনেক অধিদফতর বা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

আর/টিকে