ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৯

প্রকাশিত : ১০:১৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৯ জন বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে অন্তত আরও ৬ জন।

বুধবার ইয়েমেনের উত্তর এবং পশ্চিম অংশে পৃথক দুইটি স্থানে এ হামলা চালানো হয়।

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশিরভাগ অঞ্চলের দখলে থাকা হুতি গোষ্ঠীদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয় বলে স্থানীয়দের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়।

দেশটির উত্তর অংশের সাদা শহরে বিমান হামলায় ৪ জন নিহত হয়। আর পশ্চিম অংশে হানা আঘাতে নিহত হয় ৫ জন নারী।

এর আগে গতকাল মঙ্গলবারও আরেক বিমান হামলায় ৫ জন হতাহতের ঘটনা ঘটেছিল।

হুতি গোষ্ঠীর আগ্রাসনে ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে হুতি গোষ্ঠীর  ওপর ২০১৫ সাল থেকেই হামলা চালিয়ে আসছে সৌদি আরব আর তার মিত্ররা।

২০১৫ সাল থেকে চলমান সহিংসতায় এখন পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়েছে অন্তত ২০ লক্ষ মানুষ।

সূত্রঃ রয়টার্স

//এস এইচ এস//