ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বিদেশী মদসহ  চাঁপাইনবাবগঞ্জে আটক ১

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজকে ধ্বংস করছেন কতিপয় মাদক ব্যবসায়ীরা। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এ সব মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার গোলাপেরহাটে অভিযান চালায়। অভিযানে ২০ বোতল বিদেশী মদ, মোবাইল ফোন, টর্চ লাইট, বাই সাইকে, নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী মো. মাজাহার ইসলামকে (৪২)  গ্রেফতার করা হয়েছে। মাজাহার সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত ইসলাম আলীর ছেলে।

র‌্যাব-৫ সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন ব্যক্তি বাইসাইকেল যোগে বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে শিবগঞ্জের নরেন্দ্রপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মাজাহারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

 

আর/টিকে