হোয়াইট হাউসের যোগাযোগ প্রধান হিকসের পদত্যাগ
প্রকাশিত : ১০:২৬ এএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
হোয়াইট হাউসের প্রধান যোগাযোগ কর্মকর্তা হোপ হিকস পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শক হিসেবে সবথেকে বেশিদিন নিযুক্ত থাকা কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন হোপ হিকস।
স্থানীয় সময় গতকাল বুধবার মাত্র ২৯ বছর বয়সী সাবেক এই মডেল তারকার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
তবে পদত্যাগ করলেও তিনি হোয়াইট হাউস কবে ছাড়বেন সে বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু জানায়নি হোয়াইট হাউস।
ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহের মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনের সময় রাশিয়ান যোগসাজশে নির্বাচন ফলাফলকে প্রভাবিত করার বিষয়ে কংগ্রেসের শুনানিতে যে বক্তব্য হিকস দিয়েছেন তাঁর জেরেই পদত্যাগ করেছেন তিনি।
তবে বিষয়টিকে নাকচ করেছেন হোয়াইট হাউস মুখপাত্র সারাহ স্যানডার্স। এক বিবৃতিতে তিনি বলেন, “হাউস ইন্টেলিজেন্স কমিটিকে দেওয়া তাঁর বক্তব্যের সাথে এই পদত্যাগের কোন সম্পর্ক নেই”।
দেশটির কংগ্রেসে মঙ্গলবারের সেই শুনানিতে হিকস প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য “ছোটখাট কিছু মিথ্যা তথ্য” দেওয়ার কথা স্বীকার করেন। তবে ২০১৬ এর নির্বাচনে রাশিয়ান সংশ্লিষ্টতা নিয়ে তিনি কোন মিথ্যা বক্তব্য দেননি বলেও জানান মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা এই জনসংযোগ কর্মকর্তা।
সূত্র: বিবিসি।
/ এআর /