ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সিজারে ছাগলের বাচ্চা প্রসব

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রথমবারের মতো অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে। বর্তমানে মা ছাগল ও বাচ্চা উভয় সুস্থ আছে।

গত মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে সিজারিয়ান এ বাচ্চাটি জন্ম নেয়।

এ সফল অস্ত্রোপচারটি করেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. ফেরদৌসী আকতারের নেতৃত্বে একদল চিকিৎসক।

চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল সূত্র জানায়, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুসলিম নগর গাবতলী বাজার এলাকার ফালেছা বেগম একটি গাভিন ছাগল নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে আসেন। তিন মাস আগে সন্তানসম্ভবা ছাগলটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে ছাগলটির পেলভিক গার্ডলে (শ্রোণিচক্র) ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ছাগলটির স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের কোনো সম্ভাবনাই ছিল না। এরপর হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. ফেরদৌসী আকতার ছাগলটিকে পর্যবেক্ষণ করে এবং সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।

ডা. ফেরদৌসী আকতার জানান, অপ্রতুল যন্ত্রপাতি ও হাসপাতালের অনুপযুক্ত পরিবেশের পরও সিজার করা হয়েছে। দুই ঘণ্টা ২০ মিনিট চেষ্টার পর সফলতাও পাওয়া গেছে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছাগলের পেট থেকে একটি বাচ্চা বের করে আনা হয়। তিনি বলেন, অনেকেই জানেন না পশুরও সিজারের মাধ্যমে বাচ্চা হয়।

একে// এআর