ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

মিশরের রাজধানী কায়রোর নিটকবর্তী এক প্রদেশে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিনার বরাত দিয়ে সিনহুয়া বিষয়টি নিশ্চিত করেছে।

মিশরের পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আর বাড়তে পারে। পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ এজ বলেন, গত বুধবার বিহারি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে রাষ্ট্রীয় সেনাবাহিনী মাঠে নেমে পড়ে বলে জানা গেছে।

বিহাইরা নিরাপত্তা প্রধান আলা এল-দিন আবদেল ফাত্তাহ বলেন, ওই ট্রেন থেকে দুইটি কেবিন  লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি অন্য একটি মালবাহী ট্রেনের উপর আছড়ে পরে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। এ দিকে ঘটনার পরপরই সেখানে ৩০টির বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগাদ।

সূত্র: সিনহুয়া
এমজে/