ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

তুরস্কে ২ হাজার বছরের পুরনো কবরের সন্ধান

প্রকাশিত : ০৫:১১ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০০ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

তুরস্কে একটি ভবনের নির্মাণকাজের ভিত্তি রচনার সময় ২ হাজার বছরের একটি কবরের সন্ধান পেয়েছে নির্মাণশ্রমিকরা। পরে ওই স্থানটিকে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।  

জানা যায়, রুমান সাম্রাজ্যের একটি পাথরের তৈরি কফিনো মোড়ানোর ব্যক্তির হাড় পাওয়া গেছে। ইস্তাম্বুলের নিকটবর্তী প্রদেশ কাদিকোয় জেলা থেকে ওই কফিনের সন্ধান মেলে। দৈনিক হাবারটার্ক পত্রিকার বরাত দিয়ে ডেইলি নিউজ এ খবর প্রকাশ করেছে। 

ইস্তাম্বুলের প্রত্নতাত্ত্বিক যাদুঘরের পরিচালক বলেন, ওই কফিনের ভেতর থেকে মৃত ব্যক্তির দেহের হাড় উদ্ধার করা হয়েছে। এরপরই ওই কবরটিকে সংরক্ষণের ব্যবস্থা কর হয়। এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ে সূত্রের বরাত দিয়ে হাবারটার্ক জানিয়েছে, খুব শিগগিরই ওই হাড় ও কফিন যাদুঘরে পাটিয়ে দেওয়া হবে।

এবার এই হাড়টির ডিএনএ পরীক্ষা করা হবে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিক বিভাগের এক কর্মকর্তা। স্যাভ নামের এক কর্মকর্তা বলেন, এই হাড়টি রুমান যুগের। তবে ওই কফিন বা কবরে কোন কিছু লেখা ছিল না।

সূত্র: ডেইলি মেইল