ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মাইন বিস্ফোরণে নিহতদের বাড়িতে শোকের মাতম [ভিডিও]

প্রকাশিত : ১১:১৫ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

মালিতে শান্তিরক্ষা মিশনে মাইন বিস্ফোরণে নিহত বাংলাদেশি সৈন্যদের বাড়িতে এখন চলছে শোকের মাতম। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন স্বজনরা।

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ থেকে যোগ দেয়া সৈন্যদের প্রাণহানির ঘটনায়, কান্না থামছে না স্বজনদের।

নিহত ৪ জনের বাড়ি পিরোজপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও মাগুরা জেলায়। মাইন বিস্ফোরণে নিহত ওয়ারেন্ট অফিসার আবুল কালাম পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর কলারদোয়ানিয়া গ্রামের মকবুল হোসেনের সন্তান। স্কুলপড়ুয়া এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কালামের স্ত্রী।

ল্যান্স কর্পোরাল আকতার হোসেনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বড়ালিদহ গ্রামে। বাবার নাম আবু তালেব। নিহতের বাড়িতে এখন শোকের মাতম।

সৈনিক মোহাম্মদ রায়হান পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের সোমাসনারী গ্রামের মোসলেম শেখের ছেলে। দুই কন্যা সন্তানের জনক রায়হানের দেশে ফেরার কথা ছিলো একমাস পরেই। রায়হানের মৃত্যুর খবরে তার বাড়িতে এখন হৃদয়বিদারক দৃশ্য।

নিহত সৈনিক জামাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনয়নের ধুমিহায়াতপুর-ঘাইসাপাড়া এলাকার মেসের আলির ছেলে। মালিতে সেনা ক্যাম্পের পাচক ছিলেন তিনি। ছেলের মৃত্যুশোকে কাতর হয়ে পড়েছেন তার মা।

এছাড়া, আরো ৪ শান্তিরক্ষী- নওগাঁর কর্পোরাল রাসেল, সৈনিক রাজবাড়ীর আকরাম, যশোরের নিউটন ও কুড়িগ্রামের রাশেদ মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। পরিবারের চাওয়া তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা।

ভিডিও লিংক: