ছাত্রলীগ সম্মেলনে বয়স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া [ভিডিও]
প্রকাশিত : ১০:৩২ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার
সবকিছু ঠিক থাকলে ৩১ মার্চ অনুষ্ঠিত হবে দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন।
সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব তৈরিতে বয়স নিয়ে রয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। আর নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষায় নিয়মিত সম্মেলনের উপর জোর দিয়েছেন পদপ্রত্যাশীরা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে জন্ম হয় ছাত্রলীগের। ইতিহাসের নানা সন্ধিক্ষণে এই ছাত্র সংগঠন রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
বায়ান্নর ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৮তে আইয়ুব খানের সামরিকতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধ- বাঙালি জাতির সব অর্জনের সাথে জড়িয়ে আছে ছাত্রলীগের নাম।
৭৫ এর ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃসংশ হত্যাকাণ্ডের পর, নির্যাতন, নিষ্ঠুরতার শিকার হন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
তবে, অসাম্প্রদায়িক আর মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সেনার বাংলা গড়ে তুলতে, সব নির্যাতন তারা সহ্য করেছেন অবলীলায়।
আগামী ৩১ মার্চ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন। সম্মেলন ঘিরে ছাত্রনেতাদের প্রত্যাশাও অনেক। বয়সের বিধিনিষেধ নিয়েও কথা বলেছেন কেউ কেউ।
দীর্ঘ ৭০ বছরের পথচলায় দলের শীর্ষ পদে কোন নারী নেতৃত্ব না আসার আক্ষেপও রয়েছে ছাত্রীদের মনে।
এদিকে, এখনও কমিটি দেয়া হয়নি অন্তত চল্লিশটির বেশি সাংগঠনিক ইউনিটের। দ্রুত সেসব কমিটি করার পাশাপাশি ভুল কাটিয়ে ওঠার প্রত্যয় কেন্দ্রীয় সভাপতির।
সব সংকট পেছনে ফেলে গণমানুষের আকাঙ্খা পূরণে সোচ্চার থাকবে ছাত্রলীগ- নতুন নেতৃত্বের প্রতি সেই প্রত্যাশা।