সীমান্তে সর্তকবস্থানে বিজিবি-কোস্টগার্ড
প্রকাশিত : ১১:০২ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার
টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তজুড়ে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলা করতে তীক্ষ্ম নজর ও সর্তক অবস্থানে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড সদস্যরা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের হঠাৎ ভারি অস্ত্র ও অতিরিক্ত সৈন্য সমাবেশ করে। এ ঘটনায় টেকনাফ সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্টগার্ড এ শর্তক অবস্থান নেন।
শুক্রবার দুপুরে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জবাব দিতে শক্ত ও সর্তক অবস্থানে রয়েছে বিজিবি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিক জানান, সীমান্তে ও নাফ নদীতে বিজিবি ও কোস্টগার্ড সর্তক অবস্থানে রয়েছে। মিয়ানমারের পক্ষ থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে, সমুচিত জবাব দেওয়া হবে।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম ফয়েজুল ইসলাম মন্ডল জানান, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর এ তৎপরতায় সীমান্তজুড়েই কোস্টগার্ডও সতর্ক অবস্থানে রয়েছে। নাফ দনী সীমান্তে ও বঙ্গোপসাগরে দিবা-রাত্রী কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে বলে জানান তিনি।
সীমান্তে বসবাসকারী মো. ইসমাইল জানান, প্রতিদিন গভীররাতে মিয়ানমার ওপারে এখনও গুলি বর্ষণের শব্দ পাওয়া যায়। অনেকবার গুলি বর্ষণের আওয়াজে ঘুম ভেঙে যায়। মাঝে মাঝে খুবই ভয়ভীতির মধ্যে রাত কাটে।
এমএইচ/টিকে