ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সৌদিতে মাদকসহ দুই বিমানকর্মী আটক

প্রকাশিত : ০১:২৭ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৬:১২ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার

সৌদি আরবের একটি হোটেল থেকে মাদকসহ বাংলাদেশ বিমানের দুই ক্রুকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৭ ফেব্রুয়ারি রিয়াদের ‘হোটেল রেডিসন ব্লু’ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আল মামুন শিশির ওরফে ফেরদৌস (৩০) ও আরিফ পাঠান রহিত (৩০)।

আজ শনিবার সৌদি আরবের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম দু’জনের আটকের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ গণমাধ্যমকে জানান, রিয়াদ পুলিশের গোয়েন্দা শাখার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দল ওই দুই বিমান ক্রুর কাছে ইয়াবা থাকার খবর পায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছে ইয়াবা না কি ভায়াগ্রা ছিল, সেটা নিশ্চিত হতে পারিনি। তবে তাদের কাছে নিষিদ্ধ কোনো মাদক ছিল বলে আমরা শুনেছি।

তিনি বলেন, আটক শিশিরের বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জে। তিনি দুই বছর আগে বিমানে যোগ দেন। আর আরিফ পাঠান বিমানে যোগ দেন এক বছর আগে। তাদের ফিরিয়ে আনতে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সৌদি আরবে একটি ইয়াবা বড়ি বাংলাদেশি মুদ্রায় ২ হাজার টাকায় বিক্রি হয়।

আর / এআর