ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১০ ১৪৩১

পিএসএল খেলতে পারবেন না আফ্রিদি

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বড় ধরনের ধাক্কা খেল করাচি কিংস। ক্লাবটির বড় সুপারস্টার শহীদ আফ্রিদি হাঁটুর ইনজুরিতে পড়েছেন। আর এ কারণেই আগামী ১০ দিন বুমবুমখ্যাত এ অলরাউন্ডারের সার্ভিস পাবে না দলটি।

আফ্রিদির মুখপাত্র জানিয়েছেন, এমআরআই স্ক্যানে তার হাঁটুতে ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ সময়ের আফ্রিদিকে উনাকে পর্যবেক্ষণে রাখা হবে। কয়েকদিন পর সিদ্ধান্ত নেওয়া হবে, তিনি আবার কবে নাগাদ খেলায় ফিরবেন। এ খবরে মর্মাহত তার দল করাচি কিংস।

এমআরআই স্ক্যানে দেখা গেছে; আফ্রিদির ডান হাঁটুর মাংসপেশী সামান্য ফুলে গেছে। সেরে উঠতে কমপক্ষে১০ দিন সময় লাগবে। যদি এমনটি হয়, তাহলে টুর্নামেন্টের বড় অংশে আফ্রিদিকে দেখা যাবে না বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে প্লে-অফে দেখা যেতে পারে পাকিস্তানের সাবেক এ অধিনায়ককে।

 

আর / এআর