শিশুপ্রহরের দিতীয় দিনে সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিয্গোীতা
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ১০:০৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার
অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় শিশু প্রহরেও আনন্দ উচ্ছাসে মাতে শিশুরা। মেলাজুড়ে শিশুদের জন্য ছিলো নানা আয়োজন। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের নানা দিক নিয়ে সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শিশু কর্ণারের স্টলগুলো থেকে পছন্দের কিনে খুশি মনে বাড়ি ফেরে শিশুরা।
বইয়ের প্রতি ভালবাসা আর ভাষার টানে গ্রন্থমেলার শিশু প্রহরে মেলাজুড়ে শিশু-কিশোরদের কোলাহল।
ছুটির দিনের সকালে বইয়ের ঘ্রাণে আনন্দের বন্যা। স্টলে স্টলে ঘুরে বেছে বেছে পছন্দের বই কিনে দারুন খুশি।
শিশুদের হাতে প্রিয় বই তুলে দিতে পেরে খুশি বিক্রেতারাও।
বাংলা একাডেমি মঞ্চে সকাল থেকেই শিশুদের জন্য নানা আয়োজন।
মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
শিশুদের জন্য বাংলা একাডেমির এ আয়োজনে সন্তুষ্ট অভিভাবকরা।
প্রতিবছরের মতো এবারো শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রন্থমেলার ‘শিশু প্রহর’।