৬৭০ জনবল নিয়োগ দেবে শক্তি ফাউন্ডেশন
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার
‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন’ একটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। এ প্রতিষ্ঠানটি তাদের লোকবল বৃদ্ধির লক্ষে ৬ পদে ৬৭০ জনবল নিয়োগ দেবে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা
এরিয়া সুপারভাইজার পদে ৪০ জন
যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন
শিক্ষানবীশকালে (১ বছর) ২৮,০০০ টাকা থেকে স্থায়ীকরনের পর ৩০,৫৪০ টাকা
পদের নাম ও পদসংখ্যা
শাখা ব্যবস্থাপক (ক্রেডিট প্রোগ্রাম) পদে ৫০ জন
যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন
শিক্ষানবীশকালে (১ বছর) ১৮,০০০ টাকা থেকে স্থায়ীকরনের পর ২০,২৮৪ টাকা
পদের নাম ও পদসংখ্যা
শাখা ব্যবস্থাপক (এগ্রো প্রোগ্রাম) পদে ৩০ জন
যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন
শিক্ষানবীশকালে (১ বছর) ১৮,০০০ টাকা থেকে স্থায়ীকরনের পর ২০,২৮৪ টাকা
পদের নাম ও পদসংখ্যা
এগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠ কর্মী) পদে ১৫০ জন
যোগ্যতা
স্নাতক/কৃষি ডিপ্লোমা থাকতে হবে
বেতন
শিক্ষানবীশকালে (৬ মাস) ১২,০০০ টাকা থেকে স্থায়ীকরনের পর ১৩,০৪০ টাকা। এছাড়াও প্রতিমাসে ফিল্ডট্রিপস=১৫০০ টাকা দেওয়া হবে।
পদের নাম ও পদসংখ্যা
ক্রেডিট অফিসার (গ্রেড-০১)পদে ৩০০ জন
যোগ্যতা
স্নাতক ডিগ্রি থাকলেই চলবে
বেতন
শিক্ষানবীশকালে (৬ মাস) ১২,০০০ টাকা থেকে স্থায়ীকরনের পর ১৩,০৪০ টাকা। এছাড়াও প্রতিমাসে ফিল্ডট্রিপস=১৫০০ টাকা দেওয়া হবে।
পদের নাম ও পদসংখ্যা
ক্রেডিট অফিসার (গ্রেড-০২) পদে ১০০ জন
যোগ্যতা
এইচএসসি পাশ হলেই আবেদন করা যাবে
বেতন
শিক্ষানবীশকালে (৬ মাস) ১০,০০০ টাকা থেকে স্থায়ীকরনের পর ১১,০৭৫ টাকা। এছাড়াও প্রতিমাসে ফিল্ডট্রিপস=১৫০০ টাকা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে জীবন-বৃত্তান্ত, অভিজ্ঞতার ধারাবাহিক বিবরণ, ফোন নাম্বার, দু’জন রেফারেন্সকারীর ফোন নাম্বারসহ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উল্লেখ করে শক্তি ফাউন্ডেশনের ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে।
ঠিকানা
বরাবর সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাভান্টেজড উইমেন, বাড়ি নম্বর # ৪, রোড নম্বর # ০১ (মেইন রোড), ব্লক # এ, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
আবেদনের সময়সীমা
আগামী ১৮ মার্চ ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র: দৈনিক প্রথম আলো, চাকরি-বাকরি, ২ মার্চ ২০১৮, পৃ.২
একে// এআর