ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৯ ১৪৩১

চট্টগ্রামে বেড়েছে পাশের হার ও জিপিএ -৫ শিক্ষার্থীর সংখ্যা

প্রকাশিত : ০৯:১৫ এএম, ১২ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৫ এএম, ১২ মে ২০১৬ বৃহস্পতিবার

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হারের সঙ্গে বেড়েছে জিপিএ -৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এদিকে ভাল ফলাফলের খবরে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা আনন্দ-উচ্ছ্বাস।  তবে ভাল ফলাফলের প্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় সবার। চট্টগ্রাম থেকে শিউলি শবনমের রিপোর্ট। প্রতিবারের মতোই এবারও মেয়েদের মধ্যে সেরা অবস্থানটা ধরে রেখেছে স্থান নগরীর খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়।  শিক্ষাপ্রতিষ্ঠানটি। তাই সবার মধ্যে আনন্দটাও ছিল বাঁধনহারা। তবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে সবচেয়ে ভাল ফলাফল করেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ এবং জিপিএ -৫ পেয়েছে ৩৭৯ জন শিক্ষার্থী। নিজেদের সাফল্যের পাশাপাশি স্কুলের সফলতায়ও গৌরব বোধ করেন শিক্ষার্থীরা। ভাল ফলাফলের পাশাপাশি নিজেদের আরো অনেকদূর এগিয়ে নেয়ার স্বপ্ন বুকে নিয়ে উচ্চশিক্ষা নিতে চান  মেধাবী এসব শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের ভাল ফলাফলের পেছনে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি আয়ত্বেও পাশাপাশি  বিদ্যালয়ের দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকদের সাহচর্যও এর পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করেন তারা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৯০ দশমিক ৪৪ শতাংশ।  এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী।