খালেদা এত কম টাকা কেন চুরি করলেন: ডা. জাফরুল্লাহ
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৭:৪০ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ড সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘খালেদা এত কম টাকা কেন চুরি করলেন আমি জানিনা। এই ডিজিটাল যুগে রায়ের কপি পৌঁছাতে এত সময় কেন লাগে আমার বুঝে আসে না।’
আজ শনিবার ঐতিহাসিক ৩রা মার্চ শাজাহান সিরাজ উপস্থাপিত স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে ‘৩রা মার্চ’ ৭১ উদযাপন কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ডা জাফরুল্লাহ এ কথা বলেন।
আলোচনার শুরুতেই তিনি বলেন, এই প্রোগ্রামে এসে আমি আনন্দিত হইনি। কারণ এই প্রোগ্রাম কেন রাবেয়া সিরাজকে বা শুক্লা সারওয়াতকে করতে হবে। এই অনুষ্ঠান করার দায়িত্বতো সরকারের। তাদেরকেই ইতিহাসের এই দিনটি উদযাপন করতে হবে।
তিনি বলেন, যে জাতি তার বীরদের সম্মান করতে জানেনা তারা কোনো দিন বড় হতে পারবে না। জাতির এই বীর সন্তানদের সম্মান জানানো উচিৎ। আজকের এই দিনে কথা বলাটা যত সহজ, ১৯৭১ সালে তত সহজ ছিল না। একদিন আগে আ স ম রব পতাকা উত্তোলন করলেন তারপরের দিন শাজাহান সিরাজ এই জাতিকে দিক নির্দেশনা দিয়ে ইশতেহার পাঠ করলেন।
ডা জাফরুল্লাহ বলেন, জাতির জন্য যারা বিরোচিত এমন কাজ করলেন আজ পাঠ্যপুস্তকে তাদের নাম নেই। আমি বলবো আপনারা জাতির এই সন্তানদের ভুলে যাবেন না। এই ইশতিহার বাড়ীতে বাঁধাই করে রাখবেন।
আলোচনার এক পর্যায়ে রাজনৈতিক প্রসঙ্গে বলতে গিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়া এত কম টাকা কেন চুরি করলেন আমি জানিনা। দেশে আজ হাজার হাজার কোটি টাকা চুরি হচ্ছে সেগুলো নিয়ে কারো কোনো মাথাব্যাথা নেই। আদালত মামলার রায় দিয়েছে সেই রায়ের কপি ডিজিটাল এই যুগে পৌঁছাতে এত সময় লাগে আমার বুঝে আসে না।
তিনি বলেন, আজ রোহিঙ্গারা রাষ্ট্রহারা হয়ে আমাদের এখানে এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তাদের জায়গা দিয়েছেন এ জন্য ধন্যবাদ। কিন্তু এই রোহিঙ্গা বিষয়ে আমাদের পাশের দেশ কোনো ভুমিকা রাখেনি। অথচ ভারতের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ। তারা আমাদের কাছে যা চেয়েছে তাই পেয়েছে। আমরাও তাদের কাছে কৃতজ্ঞ। একাত্তরে তারা আমাদের সহযোগিতা করেছে। তাই বলে সেই ঋণ এখনো শোধ হয়নি? সারা জীবন দিয়ে যেতে হবে?
নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আ স ম আবদুর রব, ড. সৈয়দ আনোয়ার হোসেন, কবি আল মুজাহিদী, শাজাহান সিরাজের স্ত্রী বেগম রাবেয়া সিরাজ, ছিন্নমূল হকার্স সমিতির আহবায়ক কামাল সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাজাহান ওয়েল ফেয়ার ট্রাস্টের সচিব ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ। শাজাহান সিরাজ অসুস্থ হওয়ায় অনুষ্ঠানে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি।
এসি