ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

জাফর ইকবালকে দেখতে সিলেটের পথে শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার

লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবালকে দেখতে সিলেটের পথে রওয়ানা হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতে আহত করে এক তরুণ।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই সব ধরণের কর্মসূচি বাদ দিয়ে সিলেটের পথে রওয়ানা হন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার ব্যক্তিগত সহকারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতে আহত করে এক তরুণ। ঘটনার পরপরই তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ড. জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন জানান, এ মুহূর্তে তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক জানান, জাফর ইকবালকে নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি সহযোগী অধ্যাপক ডাক্তার রাশেদুন্নবীর অধীনে চিকিৎসাধীন আছেন।

এমজে/