পরমাণু নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর কাজাখস্তানের
প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার
পরমাণু নিষিদ্ধকরণ চুক্তিতে ৫৭তম দেশ হিসেবে স্বাক্ষর করেছে কাজাখস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, পরমাণু নিষিদ্ধকরণ চুক্তিটি বিশ্বের ইতিহাসে পরমাণু নিরস্ত্রীকরণের প্রথম পদক্ষেপ। আর এতে শামিল হতে পেরে তারা আনন্দিত। জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি কায়রোত উমারোব চুক্তিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা কোন হুটহাট সিদ্ধান্ত নিইনি। আমরা অনেকে ভেবে-চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমরা পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা উপলব্ধি করতে পেরেছি। পারমাণবিক অস্ত্র কেবল মানুষকে মৃত্যুর দূয়ারে পাঠাতে পারে। তাই আমরা এ চুক্তিতে স্বাক্ষর করেছি।’
দেশটির রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবেবি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চুক্তিটি বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন। পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়তে সব রাষ্ট্রকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নুরসুলতান।
জানা যায়, ২০১৭ সালের ৭ জুলাই ১২২টি রাষ্ট্রের সম্মতিতে পরমাণু নিষিদ্ধকরণ চুক্তিটি করা হয়। এ পর্যন্ত ৫৭টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছেন।
সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/