প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনকে ঘিরে উত্তপ্ত ব্রাজিল
প্রকাশিত : ১১:৫৫ এএম, ১২ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৫ এএম, ১২ মে ২০১৬ বৃহস্পতিবার
প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনকে ঘিরে উত্তপ্ত ব্রাজিল। দেশটির সিনেটে চলমান বির্তকে এখন পর্যন্ত তার অভিশংসনের পক্ষেই সমর্থন বেশি।
সিনেটে প্রায় ১১ ঘণ্টা ধরে চলছে বির্তক। এতে ৭০ সিনেট সদস্যের মধ্যে ৩৫ জন তাদেরক্তব্যের জন্য নিবন্ধন করেছেন। এই ৩৫ জনের মধ্যে ২৮ জন অভিশংসনের পক্ষে এবং ৭ জন সিনেটর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তবে ভোটাভুটিতে অভিশংসনের পক্ষে সমর্থন বেশি হলে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িক বহিস্কৃতের পাশাপাশি রাষ্ট্রপতি ভবন ত্যাগ করতে হবে তাকে। এদিকে বিতর্ক শুরুর পর থেকেই কংগ্রেসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে দিলমা রৌসেফের সমর্থকরা। এসময় পুলিশের সঙ্গেও কয়েক দফা সংষর্ঘ হয়। ২০১৪ সালে পুনঃনির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গসহ দুর্নীতির অভিযোগ রয়েছে দিলমা রৌসেফের বিরুদ্ধে।