ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় আনা হচ্ছে জাফর ইকবালকে

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৪২ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার

ছুরিকাঘাতে গুরুতর আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকায় আনা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

স্বাস্থ্য অধিদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, উন্নত চিকিৎসার জন্য জাফর ইকবালকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে জাফর ইকবালকে ভর্তি করানো হবে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমেদ বলেন, ``ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক জাফর ইকবালের ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার নির্দেশ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক ও অধ্যক্ষ অধ্যাপক ডা. মুরশেদ আহমেদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, অধ্যাপক জাফর ইকবালের মাথার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।``

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করে এক যুবক।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়। ঘটনার সঙ্গে জড়িত এক এক তরুণকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আটক করে সাধারণ শিক্ষার্থীরা।

কেআই/টিকে