ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

প্রকাশিত হলো অর্থমন্ত্রীর ‘নির্বাচিত প্রবন্ধ’

প্রকাশিত : ১০:০৪ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লেখা ‘নির্বাচিত প্রবন্ধ’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিষারদ মিলনায়তনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

সভাপতির ভাষণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, লেখক আবুল মাল আবদুল মুহিত আমাদের মাঝে বিরল ব্যক্তিত্বদের একজন। আমাদের দেশে আইন প্রণেতারা একদিকে, অন্যদিকে আমলাতন্ত্র। বইটিতে তিনি এ সব বিষয়ে লিখেছেন। স্থানীয় সরকার নিয়ে লেখা প্রবন্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইয়ের প্রবন্ধগুলো সব বয়সের পাঠকের ভাল লাগবে।

বইয়ের লেখক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংক্ষিপ্ত ভাষণে বলেন, জীবনে তো অনেক কিছু নিয়ে লিখেছি। ৩৩টা বই প্রকাশ পেয়েছে। এই বইয়ের প্রবন্ধগুলো বাছাই করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। এতো লেখার মধ্য থেকে ১৯টি প্রবন্ধ বাছাই করা তো দূরহ। অবশেষে বইটি প্রকাশিত হলো।

অর্থমন্ত্রী বলেন, বই বছরের যে কোন সময়েই প্রকাশ হতে পারে। তাড়াহুড়ো করে মেলায় কোন রকমে বই প্রকাশ পেতে হবে, এমনটা ঠিক নয়। তবে বইমেলায় বই প্রকাশের মজাই আলাদা। বিপুল সংখ্যক পাঠক সৃষ্টি হচ্ছে এই মেলা থেকে। এক সময় হুমায়ুন আহমেদ দেশে পাঠক সৃষ্টিতে কাজ করে গেছেন।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বইটির ওপর আলোচনায় বলেন, অত্যন্ত মননশীল ও সহনশীল লেখক আবুল মাল আবদুল মুহিত। তার মধ্যে লেখক সত্তা আছে। এটা আমার কাছে অনেক মূল্যবান। স্থানীয় সরকার নিয়ে লেখা প্রবন্ধটি বইয়ে খুবই উল্লেখযোগ্য।

ড. খলীকুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রবন্ধটিতে জাতিরজনকের সংগ্রামের বলিষ্টতা, গণ-মানুষের প্রতি তাঁর ভালবাসা, দূরদর্শিতা, সর্বোপরি একজন নেতাকে জাতিরজনক হিসেবে আর্বিভুত হবার বিষয়গুলো লিখেছেন তিনি। প্রবন্ধটিতে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অপ্রকাশিত তথ্যও রয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান বলেন, বহুমাত্রিক লেখক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার লেখা আমাদের বিস্মিত করে এবং বিমোহিত করে যে তিনি কখন লেখার সময় পান। এ বইতে বঙ্গবন্ধুকে নিয়ে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নিয়ে লেখা দুটো খুবই গুরুত্বপূর্ণ।

সৃজনশীল প্রকাশনা সংস্থা অন্য প্রকাশ আয়োজিত প্রকাশনা উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক ইনভেষ্টম্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোবারক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অন্য প্রকাশ’এর স্বত্তাধিকারী মাজহারুল ইসলাম।

অন্য প্রকাশ থেকে এবারের অমর একুশে গ্রন্থমেলায় অর্থমন্ত্রীর ‘নির্বাচিত প্রবন্ধ’ বইটি প্রকাশ পায়। বইটিতে মোট ১৯টি প্রবন্ধ রয়েছে। লেখক বইটি উৎসর্গ করেছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে।

এসি