উইন্ডোজ-১০ হ্যাং থেকে রক্ষা করবেন যেভাবে
প্রকাশিত : ১১:৩৩ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার
উইন্ডোজ-১০ চালিত কম্পিউটার চালু হওয়ার সময় ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হ্যাং হয়ে থাকছে। অনেক সময় তা আরও বেশি সময় হ্যাং হয়ে থাকে। তাই এ সমস্যা সমাধানের পথ বের করেছে মাইক্রোসফট। আমাদের এই আয়োজনে থাকছে মাইক্রোসফট কর্তৃক দেওয়া সমাধানের বিভিন্ন ধাপ।
ধাপসমূহ:
*প্রথমে ডেস্কটপে থাকা My computer বা This PC আইকনে রাইট ক্লিক করলে Manage অপশন আসবে তারপর সেখান থেকে ডিভাইস ম্যানেজার অপশনে যেতে হবে।
* ম্যানেজার অপশনে গিয়ে IDE ATA/ATAPI অপশনের Standard SATA AHCI Controller-এ রাইট ক্লিক করে Driver Details অপশনে ক্লিক করুন।
* এখানে যদি StorAHCI.sys লেখা থাকে, তাহলে বুঝতে হবে ইনবক্স ড্রাইভার ব্যবহারের কারণে সমস্যাটি হচ্ছে।
* এখান একই উইন্ডোর (Driver Details) থেকে (Device Instance Path)কপি করুন।
* কপি করাতে হলে প্রথমে ড্রপডাউন ম্যানু থেকে ডিভাইস ইন্সটেন্স পাথ সিলেক্ট করুন এবং পাথটি কপি করে নোটপ্যাডে রাখুন।
*এখন Run অপশনটি ওপেন করে সেখানে regedit লিখে এন্টার বাটনে চাপ দিন।
* যে উইন্ডোটি খুলবে সেখান থেকে HKEY_LOCAL_MACHINE ক্লিক করুন, System এ যান, CurrentControlSet এ ক্লিক করুন, Enum সিলেক্ট করুন, PCI এ যান।
*এখন আপনার ডিভাইস ইন্সটেন্স পাথের সঙ্গে মিল আছে যে আইডিতে সেটিতে ক্লিক করুন।
*পরে Device Parameters এ গিয়ে Interrupt Management এর অধীনে MessageSignaledInterruptProperties এ ক্লিক করুন।
* ক্লিক করার পর MSI support value-তে 1 থাকলে০ করে করতে হবে। এরপর ok করেদিতে হবে।
অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করা অবস্থায় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
এমএইচ/টিকে