‘জাফর ইকবালের হাত মাথা পিঠে ২৬ সেলাই’
প্রকাশিত : ১২:১৬ এএম, ৪ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ০৮:৩১ এএম, ৪ মার্চ ২০১৮ রবিবার
ওসমানী মেডিক্যাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক চৌধুরী বলেছেন, ড. মুহাম্মদ জাফর ইকবালের মাথা, বাম হাত ও পিঠে ২৬টি সেলাই দিতে হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত আছেন।
শনিবার (৩ মার্চ) রাতে ওসমানী মেডিক্যাল হাসপাতালে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক বলেন, ‘হামলাকারী জাফর ইকবালের মাথায় আঘাত করেছে। তার মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। এছাড়া তার বাম হাত ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের ধারণা, জাফর ইকবালের মাথা, বাম হাত ও পিঠে রড দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতগুলো খুবই মারাত্মক।’ মাথা ছাড়া বাম হাত ও পিঠেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মাহবুবুল হক বলেন, ‘অনেক বড় বিপদ থেকে জাফর ইকবাল রক্ষা পেয়েছেন।’
এদিকে, রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্স করে ড. জাফর ইকবালকে ওসমানী মেডিক্যাল হাসপাতাল থেকে সিলেট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তাকে নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসে।
শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী এক তরুণ। এরপর তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এর আগে, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. দেবপদ রায়।
এসি