ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৯ ১৪৩১

নিজেদের পকেট ভারী করতে অহেতুক প্রকল্প নিয়ে সরকারী অর্থের অপচয় না করার আহ্বান: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:১৫ পিএম, ১২ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:১৫ পিএম, ১২ মে ২০১৬ বৃহস্পতিবার

নিজেদের পকেট ভারী করতে অহেতুক প্রকল্প নিয়ে সরকারী অর্থের অপচয় না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সম্লেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বাকি মেয়াদে যেসব প্রকল্প শেষ করার কথা সেসব নির্ধারিত সময়েই শেষ করতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিউিট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ২১তম জাতীয় সম্মেলন এবং ৩৯তম কাউন্সিলের উদ্বোধন করতে আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নিজের জেলা গোপালগঞ্জে একটি নদীতে অহেতুক দুতলা সমান বাঁধ নির্মান করে জমি ও কৃষকের ক্ষতির উদাহরণ টেনে এরকম প্রকল্প না নেয়ার আহ্বান জানান। সরকারের বাকি মেয়াদে নির্ধারিত প্রকল্পগুলো দ্রুত শেষ করে আরো নতুন প্রকল্প নেয়ার আহ্বানও ছিলো প্রধানমন্ত্রীর বক্তব্যে। বিশ্বের দেশে দেশে কর্মক্ষম মানুষ কমে বয়স্কদের সংখ্যা বৃদ্ধির পরিস্থিতি তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, জনসংখ্যা কোন সংকট নয়, একে সম্পদে পরিণত করতে হবে। পদ্মসেতু নিয়ে তার এবং তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সততা দিয়েই নির্মানের চ্যালেঞ্জ বাস্তব রূপ পাচ্ছে, সবার মধ্যেই সততার শক্তি থাকতে হবে।