ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মানিকঞ্জের শহড়রক্ষা খালের বেহাল দশা

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ৪ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ১০:২৩ এএম, ৪ মার্চ ২০১৮ রবিবার

দখল-দূষণে হারাতে বসেছে মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া থেকে সন্তোষপুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটর শহররক্ষা খাল। অপরিকল্পিত সংস্কার আর দেখভালের অভাবে এমন পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। যদিও খালটি সংস্কারে বড় ধরণের পরিকল্পনার কথা জানালেন, মেয়র।
এটি নদী বলবন্ত খাল হলেও বর্তমানে এটি শহর রক্ষা খাল নামে পরিচতি। প্রায় ছয় কিলোমিটর এ খালটির প্রবাহ পথ মানিকগঞ্জ শহরের ভেতরে। বছর ত্রিশেক আগেও খালটিতে সারা বছরই পানি থাকতে। কালিগঙ্গা নদীর সাথে খালটির সংযোগ থাকায় শহর ছিলো জলাবদ্ধতা মুক্ত।
কিন্তু কালিগঙ্গা নদীর নাব্যতা কমে যাওয়ার সাথে সাথে কমতে থাকে খালটির নাব্যতাও। সেই সাথে দখলের কবলে পড়ে হতে থাকে সংকুচিত।
ফেলা হয় আশপাশের হোটেল রেস্তোরা ও বাড়িঘরের আবর্জনা। এতে প্রতিবছরই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হয় শহরজুড়ে।
২০১২ সালে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে খালটি খনন, পাড় বাঁধাই ও ওয়াক ওয়ে নির্মাণ করা হলেও  ভুল পরিকল্পপনার কারণে বছর না যেতেই আগের অবস্থা তৈরি হয়।
খালটি পুনরায় সংস্কারের জন্য নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান, মেয়র।
দ্রুত মানিকগঞ্জের প্রাণ খালটি দখলমুক্ত করে সঠিক পরিকল্পনা গ্রহণের দাবি শহরবাসীর।


এসইউএ/