ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

চাঁদের সবখানেই পানি!

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ৪ মার্চ ২০১৮ রবিবার

চাঁদের সর্বত্রই পানি রয়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। ইসরোর চন্দ্রযান-১ মিশন ও নাসার রিকনসায়েন্স অরবিটারের পাঠানো তথ্য বিশ্লেষণ করার পর এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। যেসব তথ্য পাওয়া গেছে, তা নিয়ে এখনও গবেষণা করা হচ্ছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ধারণাটি যদি সত্য হয় তাহলে চাঁদের পানি সম্পর্কে এতদিনের প্রচলিত ধারণা ‘ভুল’ প্রমাণিত হবে।

আগে মনে করা হতো, চাঁদের দুই মেরুতেই শুধু পানি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি অংশে কোনো পানির অস্তিত্ব নেই। নতুন এ তথ্য থেকে ধারণা করা হচ্ছে, দুই মেরু নয়, চাঁদের সব জায়গাতেই পানি রয়েছে। তবে এই পানি পৃথিবী পৃষ্ঠের পানির মতো তরল আকারে নেই। তাই সেই পানি সহজে পাওয়া যাবে না বলে মনে করছেন তারা।

বিজ্ঞানীরা দাবি করছেন, চাঁদে থাকা পানি অক্সিজেন ও হাইড্রোজেন অণুর সমন্বয়ে হাইড্রোক্সিল মূলক ওএইচ (OH) আকারে রয়েছে। এই হাইড্রোক্সিল মূলকের প্রবণতা হলো, এটি অন্য কোনো অণুর সঙ্গে বিক্রিয়া করে। আর এর ফলে অন্য ধাতুর সঙ্গে যুক্ত হয়ে তা নতুন কোনো যৌগ গঠন করে চাঁদের মাটিতে অবস্থান করছে।

তবে কী করে এই পানি সৃষ্টি হলো তা নিয়ে বিজ্ঞানীরা এখনও সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। গবেষকরা মনে করছেন, সৌরবাতাসের সঙ্গে চন্দ্রপৃষ্ঠের সংঘর্ষে তৈরি হয়েছে এ পানি।

সূত্র: দ্য রেজিস্টার ডট কম

একে/