ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

ভিয়েতনামের প্রেসিডেন্ট আসছেন বিকালে

প্রকাশিত : ১১:২২ এএম, ৪ মার্চ ২০১৮ রবিবার

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ রোববার বিকালে ঢাকায় আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে তার এ সফর।
গত ১৪ বছরের মধ্যে এটি ভিয়েতনামের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। ২০০৪ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট ত্রান দাক লুয়ং সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম ভিয়েতনাম।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বিকাল ৪টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েতনামের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে ভিয়েতনামের প্রেসিডেন্ট হোটেল সোনারগাঁওয়ে যাবেন। বিকাল সাড়ে ৫টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক বিশেষ করে বিজনেস ফোরাম ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের পরিবেশনা থাকবে।
/ এআর /