ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই হামলা’

প্রকাশিত : ১১:২৯ এএম, ৪ মার্চ ২০১৮ রবিবার

ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান র‌্যাবের কাছে প্রাথমিক স্বীকারোক্তিতে হামলার কারণ হিসেবে বলেছে ‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাঁকে হত্যা করার চেষ্টা করেছি।’

শনিবার দিবাগত রাত ১টার দিকে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভূতের বাচ্চা সোলায়মান নামক একটি উপন্যাসের কথা উল্লেখ করে হামলাকারী ফয়জুর রহমান। সে জানায়, এই উপন্যাসের মাধ্যমে জাফর ইকবাল নবীকে নিয়ে ব্যঙ্গ করায় আমি হামলা করেছি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী দু’জনের মধ্যে একজন পালিয়ে গেলেও হামলাকারী ফয়জুর রহমানকে ধরে ফেলে শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে নয়টায় হামলাকারী ফয়জুরকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় র‌্যাব ও পুলিশ।

জানা গেছে, হামলাকারী ফয়জুর রহমান (২৪) সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াপন গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে কুমারগাঁওয়ের শেখপাড়ায় থাকেন ফয়জুর। তিনি মাদ্রাসায় পড়ালেখা করেছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। জাফর ইকবালকে গুরুতর আহতাবস্থায় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।

একে// এআর