ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

জাফর ইকবালের নিরাপত্তায় ত্রুটি ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২:১৬ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার

শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের হামলার ঘটনায় নিরাপত্তা কোনো ত্রুটি ছিল না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না। নিরাপত্তার ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না।

কোনো উগ্রবাদী গোষ্ঠী হামলা চালিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ জন্য আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তার জবানবন্দিটা নেওয়ার পর জানতে পারবো কেনো বা কারা এই হামলা করেছে।

অতীতের বিভিন্ন হুমকির বিচার না হওয়াতেই কি এই হামলা কি না- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সব হুমকির বিচার হচ্ছে, সকল হত্যার ঘটনায় চার্জশিট হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ফজলু নামে এক যুবক। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) আনা হয় তাকে। তবে জাফর ইকবাল এখন শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

একে// এআর