ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রান্না মনমতো না হওয়ায় স্ত্রীকে তালাক!

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার

রান্না মনমতো না হওয়ায় স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি চেয়েছেন এক স্বামী। এ বিষয়ে তিনি হাইকোর্টে আবেদনও করেছেন। তবে আদালত আবেদনটি গ্রহণ না করে খারিজ করে দেন। আবেদনকারীর বাড়ি মুম্বাইয়ের সান্তাক্রুজে।

ওই ব্যক্তি তার আবেদনে জানান, সংসারের প্রতি দায়িত্ববান নন তার স্ত্রী। সবচেয়ে বড় বিষয় হলো, সুস্বাদু খাবার রান্না করতে পারেন না তিনি। সন্ধ্যা ৬টায় কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন স্ত্রী। ঘুম থেকে জেগে রাত সাড়ে ৮টায়খাবার তৈরি করেন। এই রান্না করা খাবার মুখে দেওয়ার মতো না।

তিনি জানান, সকালে ঘুম থেকে ওঠার জন্য স্ত্রীকে ডাকলে লাঞ্ছনার শিকার হতে হয়।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করে স্ত্রী জানান, স্বামীর পরিবারের সবার জন্য খাবার তৈরি করেই কাজে যেতেন তিনি। তবুও শ্বশুর বাড়ির সবাই তার সঙ্গে খুব বাজে আচরণ করতেন। এ বিষয়ে প্রতিবেশী ও আত্মীয়দের সাক্ষী হিসেবে হাজির করেন তিনি।

শুনানি শেষে ভারতের হাইকোর্ট শুক্রবার আবেদনটি খারিজ করে দেন। আবেদনে নির্মমতা সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ না থাকায় তা বাতিল হয়ে যায় বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি
/ এআর /