জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় মামলা
প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার
লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রেজিস্ট্রার ইশফাকুল হোসেন শনিবার রাত ১২টার পর জালালাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগটি আজ রোববার দুপরে মামলা হিসেবে রেকর্ড হয়েছে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুরে জালালাবাদ থানায় মামলা রেকর্ড হয়েছে।
এর আগে রোববার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টর জহির উদ্দিন আহমদ সমকালকে জানিয়েছিলেন, জাফর ইকবালের ওপর হামলাকারী আটক যুবককে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হামলার প্রত্যক্ষদর্শী দুই শিক্ষক সাইফুল ইসলাম ও রিতেশ্বর তালুকদারের বরাতে থানায় এই অভিযোগ দেওয়া হয়।
প্রসঙ্গত, শনিবার বিকেলে শাবি ক্যাম্পাসে একটি বিভাগের অনুষ্ঠানে হামলার শিকার হন অধ্যপক জাফর ইকবাল। আহতাবস্থায় তাকে প্রথমে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/ এআর /