ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

জঙ্গি-সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের ছাড় নয়: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩:০০ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম এবং তাদের পৃষ্ঠপোষকদের কোনও রাজনৈতিক ছাড় দেওয়া হবে না। ড. জাফর ইকবালের ওপর আক্রমণ এটাই প্রমাণ করে যে— জঙ্গি-সন্ত্রাসীরা পিছু হটলেও হাল ছাড়েনি। এখনও তারা তাদের চক্রান্ত ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এখন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সিদ্ধান্তটি এই যে— জঙ্গি সন্ত্রাসীদের বিষয়ে এবং তাদের পৃষ্ঠপোষকদের প্রশ্নে কোনও রাজনৈতিক ছাড় দেওয়া যাবে না। এ ব্যাপারে জাতিকে ঐক্যবদ্ধ থাকা উচিত। জঙ্গি-সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য সরকারকে সহযোগিতা করা উচিত।

রোববার দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচে) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি সেখানে আইসিউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা জাফর ইকবালকে দেখতে যান। তখন চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ-খবর নেন। তথ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি—এখন দেখা করা ঠিক হবে না। তাই আমি দেখা না করে ফিরে এসেছি।

তথ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন— জাফর ইকবাল ভালো আছেন। সুস্থ আছেন। খুব দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন।

জাফর ইকবালের ওপর হামলার বিষয়ে সাংবকাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ/