আগামী ৩ মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত : ১০:৩২ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার
আগামী ৩ মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে এ ৫ হাজারসহ আসন্ন ডিসেম্বরে একাদশ জাতীয় নির্বাচনের আগেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও সরকারের রয়েছে বলে জানান তিনি।
রোববার ঢাকায় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সঙ্গে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা যদি ১০ হাজার চিকিৎসক পদায়ন করতে পারি তাহলে গ্রামে ডাক্তারের আর অভাব হবে না।”
নতুন দশ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন । তিনি বলেন, আমাদের ২০ হাজার চিকিৎসক দরকার। তাদের সবাইকে আমরা একসঙ্গে নিতে পারব না। আমরা ধাপে ধাপে নিচ্ছি।
এর আগে গত বছরের অগাস্টে বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগের কথা বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষ বিসিএসের মাধ্যমে এই চিকিৎসকদের নিয়োগ দিয়ে গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবা নিশ্চিতের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ৪ হাজারের বেশি চিকিৎসককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৪ সালে আরও প্রায় ছয় হাজার চিকিৎসক নিয়োগ হয় পিএসসির মাধ্যমে।
উল্লেখ্য যে, বর্তমানে দেশের ৩১টি সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩১৮ জন শিক্ষার্থী ভর্তি হন। আর ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হন সাড়ে ছয় হাজার জন।
এমএইচ/টিকে