ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

ফের সীমান্তে সেনা সমাবেশ: সতর্ক বিজিবি

প্রকাশিত : ১২:০৭ এএম, ৫ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ১২:২১ এএম, ৫ মার্চ ২০১৮ সোমবার

ফের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে মিয়ানমার। রোববার সকাল সাড়ে আটটার দিকে সীমান্তের শূন্য রেখার কোনারপাড়া অংশে পাঁচ শতাধিক সেনা ও বিজিপি সদস্য সেখানে জড়ো হয়।

এ ঘটনায় পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে সতর্কতা আরোও  বাড়িয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের সূত্র মতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মিয়ানমার রোববার আবারও পাঁচ শতাধিক সেনা সমাবেশ ঘটিয়েছে। এদিকে মিয়ানমারা দাবি করছে এটা তাদের নিয়মিত টহলের অংশ।

এক দিন বিরতি দিয়ে সীমান্তে মিয়ানমারের এই সেন সমাবেশ শূন্য রেখায় বসবাসকরী রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

বিজিবি ও রোহিঙ্গারা জানান, সকালে সমবেত হওয়া মিয়ানমারের সেনারা বেলা দেড়টার দিকে পাহাড়ের উল্টো দিকে চলে যায়। আধা ঘণ্টা পর সেনাবাহিনীর আরেকটি দল এসে সেখানে অবস্থান নেয়। পরে বিকেল চারটার দিকে তাঁরাও চলে যান। সন্ধ্যা ছয়টার দিকে আসে সেনাবাহিনীর আরও একটি দল।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, মিয়ানমার সীমান্তের পাহাড়ের বিভিন্ন আস্তানায় সে দেশের সেনাবাহিনীর অবস্থান আগের মতোই রয়েছে।

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার মিয়ানমার কর্তৃপক্ষ ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে সেনাসমাবেশ ঘটায়।

এ নিয়ে উত্তেজনা দেখা দিলে শুক্রবার বিকেলে ঘুমধুম সীমান্তের মৈত্রী সেতু এলাকায় বিজিবি এবং বিজিপির মধ্যে দেড় ঘণ্টা পতাকা বৈঠক হয়।

এমএইচ/টিকে