ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৭ ১৪৩১

চেলসিকে হারিয়ে শিরোপার কাছাকাছি সিটি

প্রকাশিত : ০২:৫৪ এএম, ৫ মার্চ ২০১৮ সোমবার

ইংলিশ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী চেলসিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর এ জয়ের মাধ্যমে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পেপ গার্দিওয়ালার শীর্ষরা। তবে খেলার পুরোভাগজুড়েই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ঘরের মাটি লন্ডনের ইতিহাদ স্টেডিয়ামে শ্বাসরূদ্ধকর এই ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেলসিকে ১-০ গোলে উড়িয়ে দেয় সিটি খেলোয়াড়রা।

এই জয়ে ঘরের মাঠে টানা ১৪ ম্যাচ জিতে একেবারে শিরোপাজয়ের দ্বারপ্রান্তে চলে গেছে গার্দিওয়ালার শিষ্যরা। চ্যাম্পিয়ন হতে আর মাত্র ৪টি ম্যাচ জিততে হবে অ্যাগোয়েরাদের, হাতে আছে আরও ৯টি ম্যাচ। ম্যাচ পরবর্তী সংবাদ সংম্মেলনে গার্দিওলা বলেন, এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এ জয়ের মাধ্যমে আমরা শিরোপা জয়ের কাছাকাছি চলে গেছি।

প্রথমার্ধে চেলসির খেলোয়াড়রা রক্ষণ সামলাতেই ব্যতিব্যস্ত ছিলেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই, অনেকে হয়তো চোখও মেলেন নি, এমন সময়ে চেলসির জালে বল জড়ায় ম্যানচেস্টার সিটির বার্নাডো সিলভা। ব্রাজিলিয়ান প্লে মেকার ডেভিড সিলভার আলতু করে পাস দেওয়া বলে জালিয়ে জড়িয়ে দেন বার্নাডো সিলভা।

এদিকে চেলসির দুর্দশা যেন কাটছেই না। প্রিমিয়ার লিগে গত ৫ ম্যাচের ৪টিতেই পরাজয়ের স্বাদ বরণ করে চেলসি। এতে র‌্যাঙ্কিংয়ে ৫ নাম্বারে চলে গেছেন তারা। এদিকে একের পর এক হারের বৃত্তে ঘুরপাক খাওযায় চেলসি খেলোয়ড় ও কোচদের ধুয়ে দিচ্ছেন চেলসি সমর্থকরা।

সূত্র: রয়টার্স
এমজে/