ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৯ ১৪৩১

চুয়াডাঙ্গার ব্যারিকেড দিয়ে যানবাহনে ডাকাতি, আহত ৮

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১২ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ১২ মে ২০১৬ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছে ৮ জন। আহতরা জানায়, বুধবার রাতে ডাকাত দল জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে গুপ্তপীরের কবরের কাছে রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে ব্যারিকেড দেয়। এরপর বাস ট্রাকসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি করে তারা। ডাকাতদের ছুরিকাঘাতে ৮ জন আহত হয়। আহতদের চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।