চা বেচে মাসে ১২ লাখ রুপি
প্রকাশিত : ১০:৩০ এএম, ৫ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০১:২৮ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার
চা বেচে দিনে ৩০ হাজার টাকা আয়। এও কি সম্ভব! বিষয়টি গল্প মনে হলেও একেবারেই সত্যি। ওই চা ওয়ালার বাড়ি ভারতের মহারাষ্ট্রের পুনেতে। নাম নাভনাথ ইউল। তিনি ২০১১ সালে চা বিক্রি শুরু করেন। এখন মাসে ১২ লাখ রুপি আয় করেন।
কয়েক বছর আগে পুনে শহরে চায়ের দোকান দিয়ে রোজগার শুরু করেছিলেন নাভনাথ ইউল। শুরুতে রোজগার ছিল খুবই কম। তা দিয়ে সংসার চালানোই কঠিন ছিল। কিন্তু হার না মেনে ধীরে ধীরে নিজের ব্যবসায় মনোনিবেশ করেন ইউল। সাফল্য আসতে শুরু করে।
পাশাপাশি তাঁর দোকানে ক্রেতাদের জন্য থাকে নানা ধরনের চা। এখন পুনে শহরে তিনটি চায়ের স্টল আছে ইউলের। প্রতিটি স্টলে কাজ করেন ১২ জন করে কর্মী। আর কঠোর পরিশ্রম শেষে এখন মাসে তাঁর আয় ১০ থেকে ১২ লাখ পর্যন্ত ভারতীয় রুপি। দিনের হিসেবে সেই আয় ৪০ হাজার রুপির মতো।
চা বিক্রি করে নাভনাথ ইউলের আয় মাসে ১২ লাখ রুপি।পুনেতে তিনটি চায়ের আউটলেটের মালিক নাভনাথ ইউলের দাবি, চায়ের দোকান করে এ পর্যায়ে ব্যবসা করা সম্ভব খুব সহজেই। কিন্তু তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। আগামী দিনে তিনি ভারতের বাইরেও নিজের চায়ের স্টল খুলতে চান। দূর করতে চান অনেকের বেকারত্ব।
নাভনাথ ইউলের ভাষ্য, ২০১১ সালে ব্যবসা শুরুর পরই আমার মনে হয়েছে, নতুনভাবে কিছু করা দরকার। পুনেতে অনেক কিছুই আছে, কিন্তু কোনো ভালো ব্র্যান্ডের চায়ের দোকান নেই। অনেকে চা খেতে পছন্দ করেন, কিন্তু তাঁদের জন্য চায়ের ভালো দোকান নেই। চার বছর ধরে নানা গবেষণার পর আমি গুণগত মানের চা ক্রেতাদের সরবরাহ শুরু করি। মানের সঙ্গে আপস করিনি।
ইউলের চায়ের একেকটি আউটলেটে রোজ তিন থেকে চার হাজার কাপ চা বিক্রি হয়। অনেক সময় লোকের লম্বা সারিও দেখা যায়।
সূত্র : আউটলুক ইন্ডিয়া ও টাইমস নাউ।
/ এআর/