ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রংপুরে চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ১১:০৮ এএম, ৫ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ১১:২১ এএম, ৫ মার্চ ২০১৮ সোমবার

রংপুরের পীরগঞ্জে গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। আহত হয়েছেন আরও এক যুবক। সোমবার ভোরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত দুজনের একজনের নাম রাজু। হতাহতদের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরে। আহত নাজমুল পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোররাতে মাদারপুরের হেলাল উদ্দিনের বাড়িতে গরু চুরি করতে যায় একদল চোর। এ সময় বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
সস্প্রতি শতাধিক গরু চুরি হওয়ায় এলাকাবাসী গ্রামের পাহারা বসিয়েছিল। ওই তিনজনকে গরুচোর সন্দেহে ধরে পিটুনি দিয়েছে এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, গত একমাসে তার ইউনিয়নে ১৫৫টি গরু চুরি হয়েছে।
স্থানীয়রা থানায় মামলা করলেও একজন চোরকেও আটক করতে পারেনি পুলিশ। গরু রক্ষায় কৃষকরা রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছে।
মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
/ এআর /