ঢাকা, রবিবার   ০৭ জুলাই ২০২৪,   আষাঢ় ২২ ১৪৩১

হিলি বন্দরের সমস্যাগুলোর সমাধানের পথ খুজতে হিলিতে এফবিসিসিআই প্রতিনিধি দল

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ০৬:১০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার

hilliportভারতের সাথে পন্য আমদানি রপ্তানির ক্ষেত্রে হিলি বন্দরের সমস্যাগুলো চিহিৃত করে তার সমাধানের পথ খুজতে হিলিতে গেছেন এফবিসিসিআই এর প্রতিনিধি দল। শনিবার সকালে হিলি পানামা পোর্ট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এফ বিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ডপোর্ট বর্ডার ট্রেড ট্রানজিট এন্ড ট্রান্সশীপমেন্ট এর ২য় সভা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশের এফবিসিসিআই এর ৪০ জন সদস্য ছাড়াও ভারত পশ্চিমবঙ্গের মালদাহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সাধারন সম্পাদক উজ্জল সাহা অংশ নেন। সভায় দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর দিয়ে পন্য সামগ্রী আমদানি ও রপ্তানিতে পোর্টের জায়গা সংকট, রাস্তা প্রসস্তকরন, কাষ্টমসসহ বিজিবি ইচ্ছাকৃত হয়রানীর উপর আলোচনা হয়।